শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি

নিউজ ডেস্ক :
জুন ২০, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার তালা সরকারী কলেজ, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা ডিগ্রী কলেজ, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজ ও বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই কমিটি প্রকাশিত হয়। যা ১৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রদলের ভেরিফাইজ ফেজবুক পেইজে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

তালা সরকারী কলেজের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন, সোহাগ হাসান সাগর, সিনিয়র সহ-সভাপতি রাশিদুর জামান শহীদ, সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান ইমন, সাংগঠনিক সম্পাদক আছরাফুল রহমান।
কুমিরা মহিলা ডিগ্রী কলেজে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন, অনামিকা পারভেজ, সিনিয়র সহ-সভাপতি ফাহিমা আক্তার বন্যা, সাধারণ সম্পাদক ইতি আক্তার মিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া রুপা, সাংগঠনিক সম্পাদক তামিমা বিশ^াস।
তালা মহিলা ডিগ্রী কলেজে আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন, ঐশী আক্তার রিমি, সিনিয়র যুগ্ম আহবায়ক সুমাইয়া আক্তার, যুগ্ম আহবায়ক আনিকা আক্তার, রাবেয়া আক্তার, সদস্য সচিব লামিয়া ইয়াসমিন রিতি।
শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন, মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি তামিম সরদার, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুরজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রওনক হাসান রাতুল।

পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন, মোঃ মিরাজ হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন ইসলাম, সহ-সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ আজমির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আদনান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রকিব, সহ-সাধারণ সম্পাদক মোঃ হৃদয় হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবু নাঈম, প্রচার সম্পাদক সাবনাজ খাতুন, ছাত্র বিষয়ক সম্পাদক উর্মি খাতুন।

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন, মেহেদি হাসান, সিনিয়র সহ-সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ছাত্র বিষয়ক সম্পাদক পপি খাতুন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ঐশী।
উক্ত কমিটি আগামী ৩০ দিনের মাধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।