সাতক্ষীরার তালায় আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে তালা থানায় মামলা করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাংলা গ্রামের পাটক্ষেতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারী যুবক মনিরুল ইসলাম (২৬) পুলিশের হাতে রাতে আটক হয়েছে।
সে পার্শ্ববর্তী উথালি গ্রামের আব্দুস সামাদ গাজীর পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি বাবা-মায়ের সঙ্গে নাংলা এলাকায় নিজ বাড়ীতে বসবাস করে। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় সুযোগ বুঝে লম্পট মনিরুল খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে এবং লম্পট মনিরুল কে আটকে রাখে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির বাবা তালা থানায় মামলা করেছেন। যার মামলা নং ৮, তারিখঃ ২৫/০৬/২০২৫ইং। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।