শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ছাত্রদলের হেল্প ডেস্কের সেবায় খুশি এইচএসসি পরীক্ষার্থীরা

নিউজ ডেস্ক :
জুন ২৬, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় কেন্দ্রের সামনে বসানো হয়েছে ছাত্রদলের হেল্প ডেস্ক।

বৃহস্পতিবার তালা সরকারি কলেজে পরীক্ষা শুরুর আগে নির্দিষ্ট দূরত্বে পরীক্ষার্থীদের মধ্যে ফাইল, কলম, স্কেল, মাস্ক, পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন তালা সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর, সাধারণ সম্পাদক নাইম রিয়াদ এবং সাবেক আহ্বায়ক রিপন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর বলেন, “শিক্ষার্থীদের চাপমুক্ত রাখা এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যতদিন এইচএসসি পরীক্ষা চলবে, ততদিন এই সেবা অব্যাহত থাকবে।

” শিক্ষার্থী এবং অভিভাবকরা এই সেবায় খুশি হয়ে জানিয়েছেন, এমন উদ্যোগ তাদের চাপমুক্তভাবে পরীক্ষা দিতে সহায়তা করছে এবং আগামীতেও তারা এই ধরণের সেবা প্রত্যাশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।