বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছোটবন্ধুদের খাতা-কলম উপহারের মাধ্যমে খুলনায় ‘আমরা বন্ধু’র কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি।।
জুন ২৬, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরের ছোট বয়রা মহীন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোটবন্ধুদের খাতা-কলম উপহার দিয়ে কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’ ইয়ুথ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বিদ্যালয়ের ৩৫ জন ক্ষুদে শিক্ষার্থীর মধ্যে খাতা-কলম বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম জামিল, সহকারী শিক্ষক সনিয়া আজমিরি, তানিয়া সুলতানা, পলি সাহ, তাহমিনা পারভীন, রমনা সুলতানা এবং আমরা বন্ধু তালা উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সদস্য সুমন ইসলাম, তনুশ্রী তনুসহ আরও অনেকে।

খাতা-কলম পেয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আভ্রা বলে, “আজ আমাদের বিদ্যালয়ে বড় বন্ধুরা এসে খাতা ও কলম উপহার দিয়েছে। আমরা খুব খুশি হয়েছি।”

‘আমরা বন্ধু’ সংগঠনের সদস্য তনুশ্রী তনু বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ খাতা-কলম বিতরণের মাধ্যমে খুলনায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।