বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যা বিকাশ কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
জুন ২৮, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় বিদ্যা বিকাশ কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলক পাল, প্রতিষ্ঠাতা পরিচালক, লোকনাথ নার্সিং অ্যান্ড ডায়াগনস্টিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা সাইদুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম আজিজুল হক, জাহিদুর রহমান লিটু, ডাঃ বাসুদেব রায়, প্রভাষক বিপ্লব মণ্ডল, ডাঃ এনায়েত সানা, শেখ মিজানুর রহমান, বাসুদেব গোস্বামী, শেখ রবিউল ইসলাম, ডাঃ আনিসুর রহমান এবং ডাঃ শেখ হারুন প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমিন জোয়ার্দার এবং সঞ্চালনা করেন সাংবাদিক রিয়াদ হোসেন।

অনুষ্ঠানে বিদ্যা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশিষ রায়কে সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য গণসংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।