শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারীদের সমাবেশে সাবেক এমপি হাবিব : “শিক্ষা-সেক্টর ধ্বংস করেছে আওয়ামী সরকার”

নিজস্ব প্রতিনিধি।।
জুন ২৮, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক-কর্মচারীদের সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের হলরুমে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কলারোয়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিব বলেন, “শিক্ষক-কর্মচারী ও শিক্ষার সঙ্গে সবসময় আমি আছি এবং ভবিষ্যতেও থাকব। শিক্ষক-কর্মচারীদের আগামী দিনের দাবি-দাওয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সেক্টরকে ধ্বংস করেছে আওয়ামী সরকার।”

তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, আগামীতে ক্ষমতায় এলে কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন করা হবে এবং নন-এমপিও কলেজগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কলারোয়া উপজেলা শাখার আহ্বায়ক ও কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস.এম শহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কলারোয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, বেগম খালেদা জিয়া কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক, শেখ আমানউল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এস.এম মাহবুবুর রহমান, চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. ফারুক হোসেন, খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, হাজী নাসিরুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউর রহমান, হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. ওহিদুজ্জামান, হেলাতলা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কোভিদ উদ্দিন বিশ্বাস, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবদুল্লাহ আল মামুন, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ প্রমুখ।

সভায় বক্তারা কলেজ শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া এবং শিক্ষা-সেক্টরের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।