বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা

কামাল হোসেন :
জুন ২৯, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা। রবিবার (২৯ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিট এর ( কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) খাতের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়। এসময় অতিথিরা উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও দুই হাজার টাকার চেক তুলে দেন।

সম্মননা পাওয়া ব্যক্তিরা হলেন- ফসল খাতে- ফল বাগান স্থাপন হিসেবে আগাম টক মিষ্টি বরই চাষের জন্য মেহেদী হাসান, অমৌসুমী তরমুজ চাষের জন্য মোঃ আব্দুর রশিদ। মৎস্য খাতে- বাহারী মাছের জন্য মোঃ মুশফিকুর রহমান, মাছের পোনা উৎপাদনের জন্য মোঃ নাইমুল হাসান। প্রাণিসম্পদ খাতে- হাইব্রিড লেয়ার মুরগি পালনের জন্য রেশমা বেগম, সমন্বিতভাবে ভাবে কবুতর পালনের জন্য পারুল বেগম।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএস এম মজিবুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।