গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় তালা উপজেলার মাদরা সর্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, তালা উপজেলা শাখার উদ্যোগে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মাদরা সর্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি বাবু অমল কৃষ্ণ রায়, তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু সরোজিৎ সরকার, সদস্য পলাশ সরকার, সুবীর রায়, মিঠুন মন্ডল, ভক্ত প্রসাদ সরকার, প্রসেনজিৎ মন্ডল ও চয়ন গাইন প্রমুখ।
সভায় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।