বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

এস. এম. মোতাহিরুল হক শাহিন, তালা :
জুলাই ৬, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

রবিবার (৬ জুলাই) সকালে তালায় তালা আল-ফারুক এতিমখানায় প্রতিষ্ঠানের সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজুর সভাপতিত্বে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর ডা. মাহামুদুল হক। বিশেষ অতিথি ছিলেন তালা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহ এবং ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ আশরাফ আলী, তালা মহিলা কলেজের অধ্যাপক আনিছুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, মহল্লাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মিরাজ, মাস্টার মাহাবুবুর রহমান, সাংবাদিক এস. এম. মোতাহিরুল হক শাহিন, আল-আমিন একাডেমির শিক্ষক আল-আমিন, বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন, খাদেমসহ আরও অনেকে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. অহিদুজ্জামান রিপন।

অনুষ্ঠানে এতিমখানার সার্বিক মঙ্গল কামনায় বিভিন্ন করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে সকল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।