রবিবার (৬ জুলাই) সকালে তালায় তালা আল-ফারুক এতিমখানায় প্রতিষ্ঠানের সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজুর সভাপতিত্বে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর ডা. মাহামুদুল হক। বিশেষ অতিথি ছিলেন তালা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহ এবং ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ আশরাফ আলী, তালা মহিলা কলেজের অধ্যাপক আনিছুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, মহল্লাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মিরাজ, মাস্টার মাহাবুবুর রহমান, সাংবাদিক এস. এম. মোতাহিরুল হক শাহিন, আল-আমিন একাডেমির শিক্ষক আল-আমিন, বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন, খাদেমসহ আরও অনেকে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. অহিদুজ্জামান রিপন।
অনুষ্ঠানে এতিমখানার সার্বিক মঙ্গল কামনায় বিভিন্ন করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে সকল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।