শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় প্রাণ সাহের খাল পাড়ে উত্তরণ-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি।।
জুলাই ৯, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

উন্নয়ন সংস্থা উত্তরণ সাতক্ষীরা পৌরসভার প্রাণ সাহের খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশান-এর সহযোগিতায় এবং জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম-এর আওতায় বুধবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের ফোকাল মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান এবং উত্তরণ-এর ইসিএমএআরসি প্রকল্পের সমন্বয়কারী নাজমা আক্তার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মুন্না ইসলাম এবং মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বৃক্ষরোপণের মতো মহৎ উদ্যোগ নেওয়ার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল অ্যাকশানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় প্রাণ সাহের খালের পশ্চিম পাশে পাকা পোল থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলেও এই প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।