বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

এস এম মোতাহিরুল হক শাহিন
জুলাই ১০, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহর সঙ্গে তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের এক সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় হয়। এ সময় তালা উপজেলাকে অন্যান্য উপজেলার তুলনায় উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নেওয়া, দুর্নীতি ও দখলদারিত্ব প্রতিরোধ, তালা উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সমসাময়িক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসাইন, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এস এম মোতাহিরুল হক (শাহিন) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বৃহস্পতিবার সকালে তালায় মহিলা সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত ও অসুস্থদের দেখতে বিভিন্ন বাড়িতে যান এবং তাদের চিকিৎসা বিষয়ক খোঁজখবর নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।