বাগেরহাটের মোল্লারহাট উপেজলার ১০৬ নং সোনাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন ছোটবন্ধুর হাতে খাতা-কলম উপহার তুলে দিয়ে বাগেরহাট জেলায় কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’ ইয়ুথ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের ২৫ জন ক্ষুদে শিক্ষার্থীর মধ্যে খাতা-কলম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সা আফরজা সহকারি শিক্ষিক শিউলি আক্তার, নয়ন মজুমদার, জান্নাতুল ফেরদৌস আমরা বন্ধু সংগঠনের সিনিয়র সদস্য সরদার ওয়াছিফ আহমেদ জিসান, সদস্য তানিয়া জামান তন্নী, আশরাফুল আজম আলভী, মাজবুর রহমান জিম, পুষ্পিতা রহমান সুপ্তি প্রমুখ ।
খাতা কলম উপহার পেয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ছাত্র আসিফ বলে, আজ আমাদের বিদ্যালয়ে বড়বন্ধুরা এসে সকলকে খাতা ও কলম উপহার দিয়েছে। আমরা খুবই খুশি হয়েছি।প্রতিমাসে উপহার দিলে আমাদের খাতা-কলম দিলে এটা কেনা নিয়ে আর চিন্তা থাকবে না।
‘আমরা বন্ধু’ সংগঠনের সদস্যতানিয়া জামান তন্নী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ খাতা-কলম বিতরণের মাধ্যমে বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম।”