সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের ভাঙন আজ আর শুধু একটি ভৌগোলিক সমস্যা নয়, এটি মানবিক বিপর্যয়ের শঙ্কা তৈরি করছে। ডুমুরিয়া, শাহজাতপুরসহ সাতটি গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন—যখন-তখন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।
দুঃখজনকভাবে, পানি উন্নয়ন বোর্ড আর এলজিইডি একে অপরের দায় এড়িয়ে চলেছে। বাঁধের দায়িত্ব কার, বরাদ্দ কোথা থেকে আসবে—এই দোলাচল বন্ধ করতে হবে। মানুষের ঘরবাড়ি, ফসল ও জীবিকা রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ সংস্কারের পদক্ষেপ নিতে হবে। স্থানীয়রা নিজেদের সীমিত সামর্থ্যে বাঁধ রক্ষায় নেমেছেন, অথচ সরকারি তহবিল এখনো অধরা।
সরকারের কাছে আমাদের জোর দাবি—অন্য কোনো দফতরের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে নয়, মানুষের জীবন রক্ষার প্রশ্নে সমন্বিত উদ্যোগ নিন। তালার মানুষ আর কতকাল নদীর গর্ভে হারিয়ে যাওয়ার ভয় নিয়ে বাঁচবে?
–
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।