বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খেশরা ইউনিয়নের স্থানীয় উদ্যোগে কপোতাক্ষ নদ রক্ষায় টেকসই বিড়িবাঁধ নির্মাণের কাজ এগিয়ে চলছে

নিজস্ব প্রতিনিধি :
জুলাই ১২, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরবর্তী এলাকায় নদীভাঙন রোধে টেকসই বিড়িবাঁধ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। শাহাজাতপুর থেকে মাহামুদকাটি খেয়াঘাট হয়ে কপিলমুনি যাওয়ার একমাত্র সড়কটি রক্ষা এবং এই এলাকার কৃষিজমি ও মৎস্যঘের সুরক্ষার লক্ষ্যে স্থানীয়রা নিজেরাই এই উদ্যোগ নিয়েছেন।

এই মহৎ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন এলাকার সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ মোড়ল। তার তত্ত্বাবধানে মাদিয়া বিল, খোল বিলসহ পার্শ্ববর্তী এলাকার জমির মালিকরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম, অর্থ ও অন্যান্য সহায়তা দিয়ে বিড়িবাঁধ নির্মাণে অংশগ্রহণ করছেন।

স্থানীয় বাসিন্দা খায়রুল আলম বলেন, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের ভাঙনের হুমকিতে রয়েছে এই অঞ্চল। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি দেখা দেয়, যা কৃষিজমি ও ঘেরভিত্তিক অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলে। এ কারণে নিজেরাই উদ্যোগ নিয়ে এই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ শুরু করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এত বড় উদ্যোগেও এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা তারা পাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, সরকার যদি পাশে দাঁড়ায়, তাহলে এই টেকসই বাঁধ কার্যক্রম আরও দ্রুত ও সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হবে।


এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।