শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া পৌরসভার ওএমএস ডিলার নির্বাচনের লটারিতে হট্টগোল

নিজস্ব প্রতিনিধি।।
জুলাই ১৭, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের ওএমএসের ডিলার নির্বাচনের উন্মুক্ত লটারিতে আওয়ামী লীগ কর্মীদের নাম থাকায় লটারি প্রত্যাখান করে বিক্ষোভ করেছে বিএনপি ও জামায়াতপন্থী ডিলাররা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ওএমএস ডিলারের লটারি কার্যক্রম আয়োজন করে কুষ্টিয়ার জেলা প্রশাসন।

জানা যায়, ওএমএসের ডিলারের জন্য ২১৮ জন আবেদন করে। যাচাই-বাছাইয়ের পর ১০১টি আবেদন বাতিল হয়। উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ১৫নং ওয়ার্ডের সকল আবেদন বাতিল বলে গণ্য হয় এবং বাকি ২০টি ওয়ার্ডের ১১৬ জন আবেদনকারী লটারিতে অংশগ্রহন করেন।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের উপস্থিতিতে লটারি কার্যক্রম চলমান ছিল। কুষ্টিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের লটারি কার্যক্রম শেষ করে, ২নং ওয়ার্ডের কার্যক্রম শুরু হলে উপস্থিত কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ অভিযোগ করেন, ‘এখানে যে নামগুলো ডিলার হিসেবে আসছে সেগুলো আওয়ামী দোসর দিয়ে ভরা। দোসরদের নাম বাদ না দিলে আমরা এ লটারিতে আমরা থাকব না।’

এসময় কুষ্টিয়া জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোস্তাফিজুর পলাশ বলেন, ‘ওএমএসের ডিলার নিয়োগে ফ্যাসিস্টদের সাথে আমরা কোনো লটারিতে যাব না।’

এসময় উপস্থিত ওএমএসের ডিলাররা জেলা প্রশাসনের সভাকক্ষ ত্যাগ করেন এবং জেলা প্রশাসককে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

সার্বিক বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘আমরা যাচাই-বাছাই করেই আবেদনগুলো আমলে নিয়েছিলাম। কিন্তু অংশগ্রহণকারীদের অনেকেই বিরোধিতা করেন। বিরোধিতাকারীদের সাথে কথা হয়েছে শীঘ্রই তাদের সাথে আবার বসা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।