সোমবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি।।
জুলাই ১৯, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (১৯ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমি হল রুমে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডের মধ্যে সেরা ৪০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। মাধ্যমিক শিক্ষা অফিসারে একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের ও সহকারী পরিদর্শক মোঃ সাগর আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, প্রভাষক গাজী আছাদুজ্জামান, অভিভাবক শেখ শরীফ হাসান জাবিদ, কৃতি শিক্ষার্থীদের মধ্যে তাছনিন সুলতানা বৃষ্টি এবং বিলাল হুসাইন প্রমুখ। উক্ত প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে সেরা শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।