খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার ছোট বয়রা পূজাখোলার ৭নং মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোটবন্ধুদের মাঝে খাতা-কলম উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু।
সোমবার (২১জুলাই) সকালে বিদ্যালয়ের ৩৭ জন ক্ষুদে শিক্ষার্থীর মধ্যে এ খাতা-কলম উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামিরউদ্দীন তালুকদার, সহকারী শিক্ষক মুর্শীদা পারভিন, ফেরদৌসী রহমান, ঝর্ণা পাটোয়ারী এবং আমরা বন্ধু তালা উপজেলার সদস্য তনুশ্রী তনু, মীর জাফিরুল ইসলাম, সৈয়দা কানিজ ফাতেমা মোহনাসহ প্রমুখ।
খাতা-কলম পেয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা ফাইজা
বলে , “আজ আমাদের বিদ্যালয়ে বড় বন্ধুরা এসে খাতা ও কলম উপহার দিয়েছে। আমরা খুব খুশি হয়েছি।”
‘আমরা বন্ধু’ সংগঠনের সদস্য তনুশ্রী তনু বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ খাতা-কলম উপহার প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।