সোমবার, ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নৌকায় চড়ে জলাবদ্ধতা নিরসনে তালা ইউএনও’র অভিযান

নিউজ ডেস্ক।।
জুলাই ২১, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তালা উপজেলার মাদরা থেকে কলাগাছি পর্যন্ত শালিখা-দেলুয়া নদীতে নৌকায় চড়ে জলাবদ্ধতা নিরসনে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার।

সোমবার (২১ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে নদী থেকে সকল অবৈধ নেটপাটা অপসারণ করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, এসআই জিয়াদসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।

ইউএনও দিপা রানী সরকার বলেন,

“জলাবদ্ধতা নিরসনে আমাদের এ অভিযান চলমান। উপজেলার প্রতিটি নদ-নদী, খাল-বিল এলাকায় অবৈধ নেটপাটা অপসারণের মাধ্যমে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।