তৃণমূলের মতামতের ভিত্তিতে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মাগুরা ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“যে ভোট করে, সে জানে একজন কর্মীর মূল্য কত। আর যে ভোট করে না, সে কখনো কর্মীর মর্ম বুঝবে না। নির্বাচনের আগে কমিটি গঠন একটি বড় চ্যালেঞ্জ হলেও আমি তৃণমূলের মতামতের ভিত্তিতে এই সম্মেলন করে যাচ্ছি। দুই একজনের জন্য পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। চাঁদাবাজি চলবে না—যদি কেউ অন্যায় করে, দল তার দায় নেবে না।
সব ধর্মের মানুষের মূল্যায়ন করতে হবে, তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। আজ থেকেই কাউন্সিল শেষে বাড়ি বাড়ি গিয়ে ভোটের কাজ শুরু করুন। তৃণমূল কর্মীরাই বিএনপির প্রাণ।”
সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ আমিনুর ইসলাম, শেখ শহিদুল ইসলাম, অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, আনিসুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের নেতা সরজিতসহ আরও অনেকে।
সম্মেলনের শেষ পর্যায়ে কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়।
তালা সদর ইউনিয়নেও একইদিনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বিকালে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় প্রাঙ্গণেও তালা সদর ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আরেকটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং কর্মীদের মতামতের ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।