সভাপতি আনোয়ার, সম্পাদক জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস
তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে তালা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত এক সভায় মো. আনোয়ার হোসেন আনুকে সভাপতি, মো. জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. ইলিয়াস হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি কল্যাণ বসু। সভার শুরুতেই তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং চলতি কমিটির মেয়াদ শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে তা বিলুপ্ত ঘোষণা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সিনিয়র সভাপতি কামরুজ্জামান কামু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক শেখ শাহিনুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, সহ-সাংগঠনিক সম্পাদক তাকদির আহসান রুবেল, কোষাধ্যক্ষ মো. মুজিবুর রহমান, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান ও উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মোমিনুল বারী চান্টু।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদ।
নির্বাচন প্রক্রিয়ায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় যথাক্রমে আনোয়ার হোসেন আনু, জাহাঙ্গীর হোসেন ও ইলিয়াস হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভায় আরও উপস্থিত ছিলেন ঠিকাদার আবুল কাশেম, গাজী সুলতান আহম্মেদ, আকবর হোসেন, শেখ শাওন, আব্দুল গফ্ফার, মো. ময়েজ উদ্দীনসহ অনেকে।
সভায় নেতৃবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটির নেতৃত্বে তালা উপজেলার ঠিকাদার সমাজ আরও সুসংগঠিত ও স্বচ্ছভাবে কাজ করবে।