আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এর উদ্যোগে এবং সুশীল প্রকল্প এর আওতায় “ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং ফর গ্রাসরুটস সিএসওএস ইন ওপেন-সোর্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স টুলস” শীর্ষক দুই দিনব্যাপী একটি কর্মশালা কার্যক্রম পরিচালনা করেছে আইসিটি সেক্টরের স্বনামধন্য প্রতিষ্ঠান “স্কিল ইন্সপায়ার”
এই কর্মশালাটি ২৫ ও ২৬ জুলাই সাতক্ষীরার দি পোল স্টার পৌর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সমতা ফোরাম সিএসও হাব সাতক্ষীরা এর মোট ১৩ প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমসাময়িক ডিজিটাল কাজে আরো দক্ষ ও আত্মবিশ্বাস আনয়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের ৫ টি গুরুত্বপূর্ণ বিষয় (KOBO টুলবক্স, মাইক্রোসফট এক্সেল, গুগল শিটস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং পাওয়ার বি আই) এ প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ এর ম্যানুয়াল বই প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ পরবর্তী ১ মাসের জন্য প্রশিক্ষণার্থীবৃন্দে জন্য অনলাইন সেবা চালু রাখছে স্কিল ইন্সপায়ার প্রতিষ্ঠানের প্রশিক্ষক টিম।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে স্কিল ইন্সপায়ার থেকে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কাজী তারানা। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার, স্কিল ইন্সপায়ার এর জেলা সমন্বয়কারী সজীব ঘোষ এবং প্রকল্প সমন্বয়কারী ইবনে সিনা প্রান্ত।
দুই দিনব্যাপী এই কর্মশালার শেষে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।