সাতক্ষীরার তালা উপজেলায় ওএমএস (চাল) ডিলার নির্বাচন লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
লটারির মাধ্যমে তালা বাজারের জন্য আনোয়ারুল ইসলাম, পাটকেলঘাটা বাজারের জন্য শেখ নুরুল আমিন এবং আল আমিন শেখ নির্বাচিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, “পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। যাতে কোনো পক্ষ আপত্তি জানানোর সুযোগ না থাকে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা হবে।”