মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় যুব সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
জুলাই ২৮, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় যুব সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় জলাবদ্ধতা, কৃষির উন্নয়ন ও আবহাওয়ার পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্প-এর আওতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণ-এর কর্মকর্তা দিলীপ সানা। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মঈনুল হাসান সোহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, রিয়াদ হাসান, হোসেন আলী, মোকারম বিল্লাহ, মিলন কুমার বসু, অর্জুন বিশ্বাস, শামীম খান এবং ইমরান হোসেন। এছাড়া উত্তরণ-এর ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী-ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে তালা ও সাতক্ষীরা সদর উপজেলার মোট ১০ জন যুব সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও স্থানীয় সমস্যাবলি নিয়ে তথ্যনির্ভর, দায়িত্বশীল ও কার্যকর সাংবাদিকতার জন্য উৎসাহিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।