মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
জুলাই ২৮, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

তালায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের হলরুমে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি।

“ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপ গঠন, সদস্যদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধি”—এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়ন।

ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোছাঃ রহিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান এবং তালা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল মামুনুর রহমান।

ওয়ার্কশপে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার অমিত তরফদারসহ উপজেলার ৪টি ইউনিয়নের ৩৬ জন ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপের সদস্য অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।