সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৮নং মাগুরা ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৭ জুলাই তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে লিলিমা বেগমকে আহ্বায়ক ও শিরিনা বেগমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহানারা বেগম, ময়না বেগম, মুরশিদা বেগম, আনিকা সুলতানা ও জবেদা বেগম।
দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।