আহত ও শহীদদের স্মরণে সাতক্ষীরার তালায় যুব জামায়াতের আয়োজনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৪টায় তালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার পূর্ব মুহূর্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির মোঃ নুরুল হুদা।
তিনি বলেন, “খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ রাখে। বর্তমান যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
এ সময় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসিন আলী, তালা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আল-আমিন ও তালা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন প্রমুখ।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে তালা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সরুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায়, ট্রাইব্রেকারে সরুলিয়া ইউনিয়ন ৫-৪ গোলে তালা ইউনিয়নকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা রেফারী অ্যাসোসিয়েশনের সদস্য বরুন কুমার সানা। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আফজাল হোসেন ও উত্তম বাছাড়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহিবুল্লাহ মুহিব, সরদার আব্দুল্লাহ, সাংবাদিক এস. এম. মোতাহিরুল হক শাহিন, মোস্তাফিজুর রহমান, মোস্তফা, সোহেল ও মোঃ মতিউর রহমান।
ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক কামরুজ্জামান মিঠু ও হাবিবুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।