রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কামাল হোসেন।
আগস্ট ২, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রেসক্লাবের মাসিক সভা শনিবার (২ আগস্ট) সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম।
সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক এম এম রোকনুজ্জামান টিপু ও সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস।
এছাড়া কার্যনির্বাহী সদস্য গাজী সুলতান আহম্মেদ, সেলিম হায়দার, জি এম খলিলুর রহমান লিথু এবং সদস্য আজমল হোসেন জুয়েল, মো. ইমরান হোসেন, রিয়াদ হোসেন, তরিকুল ইসলাম, মো. মোতাহিরুল হক শাহিন, তাপস সরকার, মোকলেছুর রহমান ও শামীম হোসেন প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।