মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি হাবিবের উপস্থিতিতে তালায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও শোক-জয় স্মরণে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে কাল

নিজস্ব প্রতিনিধি।।
আগস্ট ৪, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে তালা উপজেলা বিএনপির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় তালা আনিসা ক্লিনিকের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।

তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, জাসাস ও মহিলা দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের র‍্যালি ও সভায় অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।”

তিনি আরও জানান, “এই কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীরা অতীতের গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি স্মরণ করবেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আন্দোলনের প্রস্তুতি জোরদার করবেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।