জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে তালা উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় তালা আনিসা ক্লিনিকের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, জাসাস ও মহিলা দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের র্যালি ও সভায় অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।”
তিনি আরও জানান, “এই কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীরা অতীতের গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি স্মরণ করবেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আন্দোলনের প্রস্তুতি জোরদার করবেন।”