“মানবতার সেবা ও দেশ পরিচানায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট ” এই ভিশন কে সামনে নিয়ে সাতক্ষীরার তালা উপজেলা যুব জামায়াতে ইসলামীর উদ্যোগে “যুব শক্তির অঙ্গিকার, দেশকে করবো স্বনির্ভর ” শীর্ষক দিনব্যাপি যুব লিডারশীপ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের হলরুমে উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ডাঃ মাহমুদুল হক, জামায়াতের সহ-সেক্রেটারী গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক,জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওঃ উসমান গণি, তালা উপজেলা জামায়াতের আমির মাওঃ মফিদুল্লাহ, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী ।
অন্যদিকে তালা আলিয়া মাদ্রাসার হলরুমে মহিলা জামায়াতের দিনব্যপি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে।