বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা প্রেসক্লাবে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

এস এম মোতাহিরুল হক শাহিন
আগস্ট ৫, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তালা প্রেসক্লাব মিলনায়তনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদুর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়, জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর তালা উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার এবং তরিকুল ইসলাম। অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের সকল সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকেরা একে অপরের পরিপূরক। সমাজের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যেখানে অন্যায় হবে, দুর্নীতি হবে, সেখানে সাংবাদিকদের একতাবদ্ধভাবে সোচ্চার ভূমিকা রাখতে হবে।” তিনি তালার সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সাংবাদিক সমাজকে একযোগে কাজ করার অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।