সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শিমুল সানা (৪২)। তিনি একই গ্রামের খোকন সানার ছেলে।
বুধবার (৬ আগস্ট) রাতে তাকে আটক করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শিমুল সানার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, লুটপাটসহ একাধিক অভিযোগ রয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় প্রচারণায় ব্যবহৃত ইজিবাইক থেকে মাইক ও ব্যাটারি ছিনিয়ে নেওয়ার ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে। এছাড়া, পুলিশের ভয়ের হুমকি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও উঠেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনউদ্দিন বলেন, “শিমুল সানার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও দখলবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। একটি নিয়মিত মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”