সোমবার, ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একাধিক অভিযোগে পুলিশের জালে তালার শ্রমিক লীগ নেতা শিমুল

নিজস্ব প্রতিনিধি।।
আগস্ট ৭, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শিমুল সানা (৪২)। তিনি একই গ্রামের খোকন সানার ছেলে।

বুধবার (৬ আগস্ট) রাতে তাকে আটক করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শিমুল সানার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, লুটপাটসহ একাধিক অভিযোগ রয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় প্রচারণায় ব্যবহৃত ইজিবাইক থেকে মাইক ও ব্যাটারি ছিনিয়ে নেওয়ার ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে। এছাড়া, পুলিশের ভয়ের হুমকি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও উঠেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনউদ্দিন বলেন, “শিমুল সানার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও দখলবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। একটি নিয়মিত মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।