বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম মোতাহিরুল হক শাহিন
আগস্ট ৯, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় “উন্নয়ন কমিটির গঠন ও তালার উন্নয়নের করণীয়” শীর্ষক এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তরন পরিচালক মো. শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দার, সাস পরিচালক মো. ইমান আলী, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক অচিন্ত সাহা, যুবদল সভাপতি মিজা আতিয়ার রহমান, অধ্যাপক আনিছুর রহমান, তালা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আ. রাজ্জাক, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন নাহার আশা, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ভদ্র, কাজী মারুফ, সাংবাদিক জাহিদুর রহমান, জুলফিকার রায়হান, সেলিম হায়দার, এস এম মোতাহিরুল হক শাহিন, এম এম নাহিদ হাসান, আলহাজ্ব আবুল কাশেম, ব্যবসায়ী শেখ শওকত হোসেন, খন্দকার মোয়াজ্জেম হোসেন, বণিক সমিতির উপদেষ্টা মো. রেজাউল ইসলাম রেজা, ডা. হামিদুল ইসলাম, আলমগীর হোসেন এবং এনজিও ব্যক্তিত্ব রেজোয়ান হোসেন।

বক্তারা তালা উন্নয়নের বিভিন্ন রূপরেখা তুলে ধরেন। রাজনৈতিক, পেশাজীবী, এনজিও এবং সাংবাদিকদের সমন্বয়ে কীভাবে তালার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, তালাবাসীর উন্নয়নের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।