বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় “ভায়ড়া সোশ্যাল ফাউন্ডেশনের” এক যুগ পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও ছাত্রছাত্রীদের মধ্যে ফল ও বনজ চারা বিতরণ

এস. এম. মোতাহিরুল হক শাহিন, তালা :
আগস্ট ১১, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

০৯ আগষ্ট রবিবার দুপুরে তালা শাহাপুর গাজী সিরাজউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ফাউন্ডেশনের কোষাধক্ষ্য মোঃ ইজাহার আলীর সঞ্চালনায় “দেশকে ভালোবাসুন, দেশের উন্নয়নে ভূমিকা রাখুন ” এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ফাউন্ডেশন উপদেষ্টা শেখ নুরুজ্জামান , তালা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আসাদুজ্জামান ,তালা উপজেলা যুব জামায়াত সভাপতি ও তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, যুবদল নেতা আহমদ সরদার, প্রভাষক শেখ আবু জাফর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মেহেদী, রাজু, আজিজুর,স্থানীয় মসজিদের ইমাম, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রী ,এলাকাবাসী সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বৃক্ষরোপনের গুরুত্ব এবং কিভাবে কর্মসূচি আরও বিস্তৃত করা যায় তার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের মাঝে আম, কাঁঠাল , মেহগনি প্রভৃতি চারা বিতরণ ও স্কুল প্রাঙ্গণে চারা রোপণ করা হয়।
উল্লেখ্য যে, “ভায়ড়া সোশ্যাল ফাউন্ডেশন ” ২০১৩ সালে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা ও সভাপতি শেখ মশিউর রহমান সহ অন্যান্য যুবক ভাইদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভায়ড়া গ্রামে অবস্থিত। এটি একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। “দেশকে ভালোবাসুন, দেশের উন্নয়নে ভূমিকা রাখুন ” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর বৃক্ষ বিতরণ, অসহায় দুস্থদের সাহায্য ,দরিদ্র ছাত্রদের আর্থিক সহযোগিতা, বন্যার্তদের সহযোগিতা, শিক্ষা সফর সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।