সাতক্ষীরার তালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা উপ-পরিচালক নাজমুন নাহার। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম এবং বৈষম্য বিরোধী সংগঠনের নেতা মামুন হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯ জনের মাঝে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ এবং ৫ জন উদ্যোক্তার মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।