সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ১৭০ জন সুবিধাভোগীর মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কার্ড বিতরণ করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের শ্যামল চন্দ্র রায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আতিয়ার রহমান, ইউপি সদস্য আনারুল ইসলাম, আমজাদ হোসেন, আব্দুর রশিদ, আব্দুল কাইয়ুম, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, হেনা বেগম, বিউটি আক্তার, ফিরোজা খাতুন, রমা রানী ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।