বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলনের এক মহীয়সীর বিদায়

এস এম মোতাহিরুল হক শাহিন :
আগস্ট ১৩, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবেক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট শেখ আনসার আলী (রাহিমাহুল্লাহ) সাহেবের স্ত্রী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্যা, মুহতারামা রোকেয়া আনসার চাচি ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ
তিনি জামায়াত মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।
ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ, এই জুটি সাতক্ষীরার সার্বিক উন্নয়নের অগ্রণী কারিগর, বিশেষত তালা-কলারোয়ার জন্য ঢাকার ব্যস্ততাকে পেছনে ফেলে রাত-দিন একাকার করে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন।
মরহুমার মৃত্যুতে বাংলাদেশ জামায়াত ইসলামি তালা উপজেলা শাখা রুহের মাগফেরাত কামনা করে আলহাজ্ব ডাক্তার মাহমুদুল হক, জেলা নায়েবে আমীর।অধ্যাপক গাজী সুজায়েত আলী, সভাপতি জেলা শ্রমিক কল্যাণ । ডাঃ আফতাব উদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য। মাওলানা মফিদুল ইসলাম, আমীর,তালা উপজেলা। অধ্যাপক ইদ্রিস আলী,সেক্রেটার তালা উপজেলা যৌথ বিবৃতি প্রদান করেছেন।
মহান রব তাঁদের উভয়ের ভুল-ত্রুটি ক্ষমা করে, জীবনের শ্রম, সময়, ত্যাগ ও কুরবানী কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা হিসেবে কবুল করুন। আমীন।
মরহুমার জানাজার নামাজ শুক্রবার ঢাকাস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ।
(উল্লেখ্য যে মহরুমার ছেলে এবং মেয়েরা দেশের বাইরে অবস্থান করায় জানাজা নামাজ বিলম্বিত হচ্ছে।)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।