শনিবার, ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জমকালো উদ্বোধন – তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নিউজ ডেস্ক :
আগস্ট ১৫, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

“মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন” – এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন, অধ্যাপক মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকাত হোসেন, উন্নয় পরিষদের পরিচালক আব্দুর সালাম, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়নের বিএনপি’র সার্চ কমিটির সদস্য আমিনুর ইসলাম, তালা উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ এবং খুলনা পাইকগাছা কপিলমুনি মেহেরব ফুটবল একাডেমি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয় পায় কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে। খেলায় সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা ও আদর্শ চরগ্রাম।

খেলা পরিচালনা করেন উত্তম কুমার বাশার, সহ পরিচালনা করেন সনজায় বিশ্বাস ও ফাহিম।

ধারাভাষ্য ছিলেন,আন্তর্জাতিক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পীসুলভ ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ আহম্মেদ,সামছুর ইসলাম এবং পাশাপাশি মাষ্টার অলিইর রহমান, সিদ্দিকুর রহমান, মাষ্টার জাহাঙ্গীর আলম ও মাষ্টার জাকিরের ধারাবাহিক বর্ণনা মাঠের উত্তেজনা গ্যালারির প্রতিটি কোণে পৌঁছে দেয়।

দর্শকের উল্লাস, খেলার গতি এবং প্রতিটি আক্রমণে গ্যালারিতে থাকা শতশত সমর্থকের চিৎকার—সব মিলিয়ে তালার এই ফুটবল সন্ধ্যা রূপ নেয় এক গ্রামীণ ক্রীড়া উৎসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।