সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে: সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি।।
আগস্ট ১৭, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তালার খলিষখালীতে ওয়ার্ড বিএনপির সম্মেলন :


বিএনপি টিকিয়ে রাখতে হলে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। নইলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

রবিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। একটি বিশেষ দল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদেশকে আবারও ‘১/১১’র পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।”

সম্মেলনে খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মদ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন যুবদল নেতা মেহেদি হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তালার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি। এ সময় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, কুষকদল নেতা জাহাঙ্গীর মোল্লা, বিএনপির অন্যতম নেতা মোসলেম উদ্দীন মোল্যা, যুবদল নেতা আওয়াল মোড়ল ও যুবদল নেতা শিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে খলিষখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।