তালায় ৫২তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ আগষ্ট) বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ সাইদুল আলম বাবলু, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, ইসলামকাটী পিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কুমার মল্লিক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা ৬টি জোনের সম্পাদকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে ৫২তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।