শনিবার, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন

কামাল হোসেন।
আগস্ট ২৩, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম (দাদু ভাই) তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” বলে দাবি করেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ভিত্তিহীন তথ্য প্রচার করছে। আমি তাদের এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।”

করেন। কিন্তু ঘেরে লোকসান গুনতে হয় জেসমিনকে। পরে ক্ষতিপূরণের অজুহাতে তিনি রিপনের উপর ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে তালার আটারই মৌজার ৪৫টি দাগ থেকে প্রায় ২০ শতক জমি রেজিস্ট্রি করে নেন।

পরবর্তীতে ২০২২ সালে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের ভয় দেখিয়ে রিপনের কাছ থেকে আরও ১৩ শতক জমি ইজারা নিয়ে সেখানে ‘শপিং ভ্যালী ফুড’ নামে একটি সেমাই কারখানা স্থাপন করেন। ওই কারখানা বছরে কেবলমাত্র রোজার ঈদ উপলক্ষে সেমাই উৎপাদন করে।

রফিকুল ইসলাম আরও জানান, উক্ত ১৩ শতক জমির মধ্যে তার পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ১০ শতক জমি রয়েছে। “তাদের সন্ত্রাসী কার্যকলাপ এবং আমাকে হত্যার হুমকির কারণে আমি তখন কোনো প্রতিবাদ করতে পারিনি। এমনকি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তারা সময়ক্ষেপণ করে কারখানা স্থানান্তর করেনি।”

রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি কারখানাটি সম্প্রসারণের উদ্যোগ নিলে তিনি এর বিরোধিতা করেন। এর জের ধরে তার নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ এবং আদালতে মামলা দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। অথচ আমি কোনো ধরনের বেআইনি কাজে জড়িত নই। আমার নামে প্রকাশিত সব সংবাদই মিথ্যা।”

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম আরও বলেন, “আমি এ ঘটনার নিন্দা জানাই এবং উর্ধ্বতন নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাই—ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একইসঙ্গে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক হয়রানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।