সোমবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার মাটিতে সন্ত্রাস ও চাঁদাবাজকে  জনগন দেখতে চায় না -অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ

নিজস্ব প্রতিনিধি।।
আগস্ট ২৪, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (২৩ আগষ্ট)  সন্ধ্যায় সাতক্ষীরার  তালা উপজেলার জালালপুর ইউনিয়নের আঠুলিয়া বাজারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।   জামায়াতে ইসলামীর জালালপুর ইউনিয়নের  আমীর ডাঃ আবুল কাশেম এর সভাপতিত্বে সেক্রেটারি শাহাবুদ্দীন সরদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা –কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন,“আপনারা যদি দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিন। আমাদের দলের কেউ দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। আমরা শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,”আপনারা সব রাজনৈতিক দলকে দেখেছেন। এবার ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’কে সুযোগ দিন।”এদেশে চাঁদাবজি সন্ত্রাস সৃষ্টি করার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা জীবন দেয়নি। আমরা কোনো সন্ত্রাসী চাঁদাবাজকে তালার মাটিতে  স্থান দেবোনা। আমাদের রক্ত ও জীবনের বিনিময়ে হলেও আমরা এই সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। এই পর্যন্ত   জামায়াতের কোনো কর্মীর বিরুদ্ধে কোনো চাদাবাজির প্রমান মিলেনী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি  অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ,  উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী মাওঃ কবিরুল ইসলাম,উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য মওঃ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন  পরিষদের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান  প্রমুখ।

বক্তারা বলেন তালাকে এটটি সুখি সমৃদ্ধশালী ও উন্নয়ন দেখতে হলে আগামী  নির্বাচনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। জামায়াত ইসলামের দুইজন মন্ত্রী ছিলো তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ পাওয়া যায়নি।

অনুষ্ঠানে  বিপুল সংখ্যক নেতা,কমি’ সাংবাদিক, উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে তিনি বাজারের পথচারী,দোকানদার দের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।