রবিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংক পিএলসি’র পাটকেলঘাটা শাখার নতুন ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি।।
আগস্ট ২৬, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

অগ্রণী ব্যাংক পিএলসি’র পাটকেলঘাটা শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান  সোমবার (২৫ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও খুলনা সার্কেলের প্রধান জনাব মোঃ ইখতিয়ার উদ্দীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক জনাব সমর কুমার রায় এবং সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ জাহাঙ্গীর কবীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক জনাব ইব্রাহিম হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “অগ্রণী ব্যাংক সব সময় গ্রাহকবান্ধব সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম চালু হওয়ায় গ্রাহকরা আধুনিক সুবিধাসম্পন্ন সেবা আরও স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারবেন।”

অনুষ্ঠান শেষে শাখার সার্বিক উন্নতি ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।