সাতক্ষীরার কলারোয়া নিখোঁজের দু’দিন পর ইমরান হোসেন (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কাজীরহাট কলেজ সংলগ্ন একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মাছের ঘেরে মরদেহটি ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর আলীর ছেলে। নিহতের স্বজনরা জানান, ইমরান রাজমিস্ত্রীর কাজ করতো গত রবিবার রাত ৯টা থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়।
তারা আরও বলেন, নিহত ইমরানের দুই বিবাহ নিয়ে পারিবারিক বিরোধ ছিল। এঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহটি মাছের ঘেরে ফেলে দেয়া হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অনুসন্ধান করছি এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত। পুলিশের একাধিক টিম এ বিষয়ে মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।