সোমবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আলিপুর স্কুলের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা:
আগস্ট ২৮, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিআরটিএ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে পুরাতন ও খেলাপি মোটরযানের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সাতক্ষীরা শহরের আলিপুর স্কুলের সামন থেকে শুরু করে বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের জন্য ৪টি মামলায় মোট ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির জানান, বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যায় খুলনা বিভাগের প্রতিটি জেলায় এই বিশেষ অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করা এই অভিযানের মূল উদ্দেশ্য। পুরাতন এবং খেলাপি মোটরযান বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে সারাদেশে অভিযান অব্যাহত থাকবে। এই উদ্যোগের ফলে সড়কে যাতায়াত আরও নিরাপদ হবে বলে আশা করা যায়।

সড়ক নিরাপত্তার এই উদ্যোগ শুধুমাত্র সাতক্ষীরায় নয়, দেশের অন্যান্য স্থানেও পরিচালিত হচ্ছে যা জনগণের জন্য একটি আশার আলো হিসেবে দেখা যাচ্ছে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা এবং যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।