সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সম্প্রতি মোবাইল কোর্টের মাধ্যমে পুরাতন ও অযোগ্য যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জরিমানা আদায় জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে শুধু অভিযানে সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত ফল আসবে না। নিয়মিত তদারকি, পরিবহন মালিকদের সচেতনতা, চালকদের প্রশিক্ষণ এবং যাত্রীদের সহযোগিতা—সব মিলিয়েই সড়ককে নিরাপদ করা সম্ভব।
আমরা আশা করি, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং তা দেশের সর্বত্র সড়ক দুর্ঘটনা হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।