সোমবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা সমাজের জন্য সতর্কবার্তা

সম্পাদকীয় :
আগস্ট ৩০, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় চুক্তিভঙ্গের অভিযোগে একজন বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা আমাদের সমাজের জন্য বড়ই উদ্বেগজনক। জমি লেনদেনের মত সাধারণ বিষয়ই যদি এমন অমানবিক ঘটনায় পরিণত হয়, তাহলে সামাজিক ন্যায় ও আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘটনার মূল অভিযুক্ত স্থানীয় রাজনৈতিক নেতা হলেও, দলীয় পদক্ষেপ—অর্থাৎ বহিষ্কার—যদি শুধুমাত্র শাস্তিমূলক হয়, তা যথেষ্ট নয়। অপরাধের বিরুদ্ধে আইনের শাসন নিশ্চিত করা অতীব জরুরি। ভুক্তভোগী যখন অভিযোগ দায়ের করতে ভয় পায় বা সাহস পায় না, তখন পুলিশের দায়িত্ব আরও বৃদ্ধি পায়। তাদের উচিত ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা।

এ ঘটনা শুধু একজন বৃদ্ধের প্রতি অত্যাচার নয়, বরং সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানসিকতাকে হুমকির মুখে ফেলার এক ভয়ঙ্কর সংকেত। আমাদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে একত্রিত হয়ে নিশ্চিত করতে হবে—ক্ষমতা, রাজনৈতিক প্রভাব বা অর্থ কেউ আইনের ঊর্ধ্বে নেই। ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা ছাড়া সমাজ শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে পারবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।