রবিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস এম মোতাহিরুল হক শাহিন
সেপ্টেম্বর ২, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত ইনতাজ আলী বিশ্বাসের পুত্র মৎস্য ঘের ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম বিশ্বাস।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত সোমবার (১ সেপ্টেম্বর) তালা উপজেলা প্রেসক্লাবে নোয়াপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিন মল্লিকের ছেলে সেলিম হায়দার (মনু) যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে বলে দাবি করেন তিনি। আজিজুল ইসলাম জানান, তালা উপজেলার ১৪৫ নং মৌজার বেততলা চিলাখালি বিলে মোট ৩৬৬ বিঘা জমির ওপর তিনজন ঘের মালিক পৃথকভাবে ঘের পরিচালনা করছেন। এর মধ্যে তিনি ১৫২ বিঘা, ছাত্তার সরদার ৬৪.৫০ বিঘা এবং রফিকুল সরদার ১৫২.৫০ বিঘা জমি নিয়ে চুক্তিপত্র রেজিস্ট্রি মোতাবেক মৎস্য চাষ করে আসছেন।

তার ঘেরে মোট ৭৯ জন জমির মালিক রয়েছেন এবং তিনি নিয়মিত তাদের হারির টাকা পরিশোধ করছেন। অথচ পাশের ঘের মালিক রফিকুল সরদার দীর্ঘ তিন বছরেও জমির মালিকদের হারির টাকা পরিশোধ করেননি। তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে তার নাম জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। সেলিম হায়দার মনু, ইমান সরদার, নজরুল সরদার কারো কাছেই তিনি কোনো টাকা দেন না। বরং তাদের জমি অন্য ঘের মালিকদের আওতায় পড়েছে এবং সে অনুযায়ী হারির টাকা আদায় হয়েছে। আজিজুল ইসলাম আরও জানান, সংবাদ সম্মেলনকারীদের জমির পরিমাণ ৪২ বিঘা। স্থানীয় পর্যায়ে মাপজরিপ ও এওয়াজ বণ্টনের ভিত্তিতে সীমানা পিলার বসানো আছে। তবে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান রয়েছে এবং বিষয়টি বর্তমানে দেওয়ানি আদালতে বিচারাধীন।

তিনি বলেন, এ নিয়ে বিগত কয়েক বছরে সার্কেল এসপি, থানা পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বহুবার শালিস বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। সর্বশেষ সংবাদ সম্মেলনকে ভিত্তি করে একটি মহল ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।