রবিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ইস্যুভিত্তিক অ্যাডভোকেসি ও পরিকল্পনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

সেকেন্দার আবু জাফর বাবু,
সেপ্টেম্বর ২, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় ইস্যুভিত্তিক অ্যাডভোকেসি ও পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) এই কর্মশালার আয়োজন করে ভূমিজ ফাউন্ডেশন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আইডিআরটি কেন্দ্র। কর্মশালার পাশাপাশি রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণের বিষয়েও আলোচনা করা হয়।
ভূমিজ ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা সভাপতিত্বে কর্মশালার সেশন পরিচালনা করেন একশনএইড বাংলাদেশ-এর সুশীল প্রকল্পের প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মোঃ হাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন স্বদেশ-এর পরিচালক মাধব চন্দ দত্ত, সিডো’র পরিচালক শ্যামল বিশ্বাস, রূপালী’র পরিচালক শফিকুল ইসলাম ও সদস্য জুলফিকার রায়হান, অন্ত্যজ পরিষদ-এর সভাপতি সরস্বতী দাস ও সম্পাদক ইমদাদুল হক, নারী অন্ত্যজ পরিষদ-এর সভানেত্রী সোমা সরকার, আইডিয়াল থেকে সুব্রত বাছাড় ও জসিম উদ্দিন, নারী উন্নয়ন সংস্থা-এর সভানেত্রী নারগিস বেগম, তালা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার ও প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, আমরাবন্ধু ফাউন্ডেশন থেকে প্রান্ত ও অর্ঘ এবং সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারসহ আরও অনেকে।
কর্মশালার আয়োজকরা জানান, ৯টি জেলায় সুশীল সাপোর্টিং এন্ড সাসটেইনেবল অবসিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) “টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এন্ড রুল অব ল ইন বাংলাদেশ” প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে সংযোগ বাড়ানোর কাজ করা হচ্ছে। কর্মশালায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রতিবন্ধকতা নিরসনের পরিকল্পনা গ্রহণেও গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।