রবিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমুদ্র

কামাল হোসেন।
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অনুষ্ঠিত হয়েছে বিশাল আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পাটকেলঘাটা হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে এসে সমাপ্ত হয়।
হাজারো নেতা–কর্মী, সমর্থক ও স্থানীয় জনতার অংশগ্রহণে বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “দুর্দিনের হাবিব ভাই, আমরা তোমায় ভুলি নাই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা–১ আসনের জননন্দিত নেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন,
“আজকের এই গণজোয়ার প্রমাণ করে পাটকেলঘাটার মাটি তারেক রহমানের ঘাঁটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অবদান এখানে অম্লান। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমরা পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা করব—এটিই হবে আমাদের প্রথম কাজ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের উপস্থিতিতে পুরো পাটকেলঘাটা বাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।