রবিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পরিবেশ দূষণকারী ইটভাটায় টাস্কফোর্সের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

কামাল হোসেন।
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর ও জাতপুর এলাকায় কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ ব্যবহার করে পরিবেশ দূষণের দায়ে দু’টি ইটভাটাকে জরিমানা করেছে টাস্কফোর্স।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভাটা মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিবেশবিধি লঙ্ঘন করে ইট তৈরি হচ্ছে—এমন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, বিজিবি’র সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলীসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।